গাজায় স্থল অভিযান, ইসরায়েলের ৬৬ সেনা নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ইন্টারনেট
ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েলের ৬৬ জন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার গাজার দক্ষিণাঞ্চলে আরো দুই সেনা নিহত হয়েছেন। এরমাধ্যমে মৃতের সংখ্যা ৬৫ জনে পৌঁছেছে।
রবিবার নিহত হওয়া দুই সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন- প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ডেভির বারাজানি। ২০ বছর বয়সী এ সেনা জেরুজালেমের বাসিন্দা ছিলেন। নিহত অপর সেনা হলেন- প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সার্জেন্ট ইয়ানুন তামির। ২০ বছর বয়সী এ সেনা পারদেস হাননা-কার্কুরের বাসিন্দা ছিলেন।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর ইসরায়েলি সেনারা গাজায় স্থল অভিযান শুরু করে। মূলত গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যত অবকাঠামো আছে, সেগুলো ধ্বংস করে দিতে ছোট্ট এ উপত্যকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। স্থল হামলা শুরুর পর প্রায় ২৫ দিন হয়ে গেলেও এখনো হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।
এদিকে, হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড রকিকার রাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাসহ ২৯টি সামরিক যান ধবংস করেছে হামাস।