গাজায় তুর্কি সাংবাদিকের ক্যামেরা ভাঙল ইসরায়েলি সেনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বর্বর আচরণের খবর সম্প্রচারের সময় বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। এমনকি এ সময় এক তুর্কি সংবাদিকদের ভিডিও ক্যামেরা বন্দুক দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছে ইসরায়েলি সেনারা।
শুক্রবার (১৭ নভেম্বর) দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম টিআরটি নিউজের সাংবাদিকরা জুমার নামাজের জন্য আল-আকসা মসজিদে যাওয়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী অবরোধ ও শক্তি প্রয়োগের বিষয়ে প্রতিবেদন করছিলেন।
তখনই ইসরায়েলি পুলিশ টিআরটি নিউজ টিমকে বাধা দেয় এবং তাদের বন্দুকের বাট দিয়ে তাদের ক্যামেরা ভেঙে দেয়।
ক্যামেরা ক্ষতিগ্রস্ত হলেও টিআরটি রিপোর্টার ফিলিস্তিনে চলমান হামলার ঘটনা সম্প্রচার করা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। খবর আনাদোলুর।
শুক্রবার টিআরটি নিউজের লাইভ সম্প্রচার চলাকালে ইসরায়েলি পুলিশদেরকে আল-আকসা মসজিদ এলাকায় টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।
টিআরটি সংবাদদাতা উল্লেখ করেছেন, ইসরায়েল আল-আকসা মসজিদের বাইরে প্রার্থনার জন্য জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে, তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের সামনে জমায়াত হন।
ইসরায়েলি পুলিশ মিডিয়া কভারেজে বাধা দেয়ার আগে টিআরটি নিউজের ক্যামেরায় এ সব চিত্র উঠে আসে।