পর্তুগালে শুরু হল বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট ২০২৩ এর উদ্বোধন হয়েছে সোমবার। সংস্থাটির প্রধান উদ্যোক্তাকে ছাড়াই এটি প্রথমবারের মতো আয়োজন হচ্ছে।
এই বছর ইভেন্টে ২৬০০টি স্টার্টআপ রয়েছে, যা ওয়েব সামিটের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা। মোট ১৬০টি দেশের প্রতিনিধি, ৯০০ বিনিয়োগকারী, ৩০০ অংশীদার, ৮০০ জন বক্তা, মোট ৭০ হাজার অংশগ্রহণকারী, প্রায় দুই হাজার গণমাধ্যম কর্মী এতে যুক্ত হয়েছেন।
তাছাড়া এই আসরে প্রথমবারের মতো সংস্থাটির অন্যতম প্রধান উদ্যোক্তা প্যাডি কসগ্রেভের নেতৃত্ব ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। ইসরাইল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করার পর থেকে ইসরাইল সহকারে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আসর থেকে তাদেরকে প্রত্যাহার করে নেয়।
এমন পরিস্থিতিতে বিষয়টি সামাল দিতে প্যাডি কসগ্রেভ ২১ অক্টোবর তার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাবেক পরিচালক ক্যাথরিন মাহের।
এবারের আসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রায় এক-তৃতীয়াংশ স্টার্টাপের কমপক্ষে একজন নারী উদ্যোক্তা রয়েছেন। এবারের অংশগ্রহণকারীদের মধ্যে ৪২% নারী যা গত আসরে ছিল মাত্র ২৬ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির নতুন প্রধান কর্মকর্তা সহকারে লিসবন সিটি মেয়র কার্লোস মোয়েদা, সমুদ্র ও অর্থনীতি মন্ত্রী কস্তা সিলভাসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রযুক্তি সম্মেলনটি।