
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১২:০১ পিএম
আরো পড়ুন
আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০১:১৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।
রবিবার (১৫ অক্টোবর) ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
শালোমা কারহি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আলজাজিরা নিউজ। ইতোমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসররায়েল কার্যালয় বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।
রবিবার (১৫ অক্টোবর) ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
শালোমা কারহি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আলজাজিরা নিউজ। ইতোমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসররায়েল কার্যালয় বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।