ইসরাইলি ৮ শহরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ চলছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পিএম

ইসরাইলি ৮ শহরে সোমবারও ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে তেলআবিব।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার সীমান্তবর্তী ইসরাইলি শহরগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে। খবর বিবিসির।
এদিকে, রবিবার রাতভর গাজায় ৫ শতাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল।এতে বহু ফিলিস্তিনি হতাহতের খবর পাওয়া গেছে।
ইসরাইল জানিয়েছে, বিএরি আবাসিক এলাকায় ঢুকে পড়া ফিলিস্তিনি অনেক যোদ্ধাকে তাদের সেনাবাহিনী হত্যা করেছে। এছাড়া কিব্বুৎজ ইহুদি বসতিতে লুকিয়ে আছে অনেক হামাস যোদ্ধা।তাদের সঙ্গে লড়াই চলছে।
অন্যদিকে, হামাস সোমবার ভোর থেকে আবারও ইসরাইলের রকেট হামলা শুরু করেছে। তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে হামাসের কয়েকটি রকেট গিয়ে বিস্ফোরিত হয়েছে।
ইসরাইলের সেনা কর্মকর্তা লে. কর্নেল রিচার্ড হেক্ট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে শনিবার সকাল থেকে চালানো হামাসের অভিযানে ৭০০ ইসরাইলিসহ এ পর্যন্ত দুই পক্ষের ১১০০ জন নিহত হয়েছেন।