×

আন্তর্জাতিক

জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১০:৩৬ এএম

জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ফাইল ছবি

   

হামাসের হামলার পর গাজায় ইসরাইলের বোমা হামলার ঘটনায় আজ জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর রয়টার্সের।

জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রবিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।

বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামালার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল, এতে ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১৬০০ জনের অধিক। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের ইতিহাসে শনিবার স্মরণকালের হামলা চালিয়েছে হামাস। ইসরাইলের অভ্যন্তরে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস।

ইসরাইলের জাতীয় উদ্ধার সহায়তাকারীরা জানান, হামাসের হামলায় ২৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ইসরাইলের ইতিহাসে এটি ভয়াবহ হামলা। হামলা চালিয়েছে হামাসের সৈন্যরা অসংখ্য ইসরাইলি সেনাবাহিনীর সদস্য এবং নাগরিকদের আটক করে গাজায় নিয়ে গেছে।

হামাস এবং ইসরায়েলের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বহু স্থানে বন্দুক যুদ্ধ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App