×

আন্তর্জাতিক

চিকিৎসা পাচ্ছেন না কারাবন্দী সু চি: এনএলডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

চিকিৎসা পাচ্ছেন না কারাবন্দী সু চি: এনএলডি

অং সান সু চি। ছবি: সংগৃহীত

   
মিয়ানমারে জান্তা সরকার কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জীবন ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করেছে তাঁর রাজনৈতিক দল। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না সু চি। তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বলছে, ‘আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে, তিনি (সু চি) পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। এমনকি তাঁকে স্বাস্থ্যকর খাবার ও থাকার পরিবেশ দেয়া হচ্ছে না। এভাবে তাঁর জীবনকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।’ দলটি এক বিবৃতিতে বলে, যদি সু চিকে স্বাস্থ্যগতভাবে দুর্বল হওয়ার পাশাপাশি তাঁর জীবনকে ঝুঁকির মুখে ফেলা হয়, তাহলে এর জন্য সামরিক জান্তা সরকারই এককভাবে দায়ী থাকবে। গত ৬ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক সু চি'র মুক্তির আহ্বান জানিয়ে বলেন, আটক থাকা প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা দেয়া উচিত। এটি একটি মৌলিক অধিকার। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ৭৮ বছর বয়সী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন। ১৯ মাস ধরে জান্তা আদালতে সু চির বিচার চলেছে। কিন্তু স্বাস্থ্যগত কারণে তিনি শুনানিতে হাজির হতে পারেননি। সু চিকে বিভিন্ন মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়ে গত বছর এই বিচারপ্রক্রিয়া শেষ হয়। তবে পরে জান্তাপ্রধান মিন অং হ্লাইং তাঁর সাজার মেয়াদ কিছুটা কমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App