‘আমি সবসময় রাশিয়ার পাশে থাকব’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম

কিম জং উন

ছবি: তাস
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন, রাশিয়ার জনগণের সংকটকালে পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে। মস্কোয় এক দুর্লভ সফরে গিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন।
সফরকালে প্রেসিডেন্ট কিম জং উন বুধবার রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের একটি মহাকাশ গবেষণাকেন্দ্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।খবর তাসের।
কিম জং উন বলেন, রাশিয়া তার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অবস্থায় উত্তর কোরিয়া সব সময় রাশিয়ার পাশে থাকবে।
আমুর অঞ্চলের ভসটোচনি কসমোড্রোম মহাকাশকেন্দ্রে রাশিয়া এবং উত্তর কোরিয়ার দুটি প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন ও কিম জং উন।
বৈঠকটি পুরো এক ঘণ্টা স্থায়ী হয়। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
উত্তর কোরিয়ার রাশিয়া সফরের আগে মার্কিন কর্মকর্তারা মস্কোর কাছে অস্ত্র না বিক্রি করতে কিম জং উনকে হুঁশিয়ার করেন।