×

আন্তর্জাতিক

তুরস্কের গভীরতম গুহা থেকে মার্কিন অভিযাত্রী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ এএম

তুরস্কের গভীরতম গুহা থেকে মার্কিন অভিযাত্রী উদ্ধার
   

এক সপ্তাহেরও বেশি সময় ধরে তুরস্কের তৃতীয় গভীরতম গুহায় আটকে থাকা এক মার্কিন নাগরিককে নিরাপদে তুলে আনা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

মার্ক ডিকি নামে ওই মার্কিন নাগরিক ২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে যাওয়ায়, তাকে উদ্ধারে নামেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।

জানা যায়, মার্ক ডিকি পেটে রক্তক্ষরণের (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ) সমস্যায় ভুগছিলো এবং তাকে উদ্ধারে ১৫০ জন উদ্ধারকারী এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করে গেছে।

উদ্ধারকারীরা বলছেন, এই উদ্ধার কাজটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল ভূগর্ভস্থ উদ্ধারগুলির মধ্যে একটি।

তুর্কি কেভিং ফেডারেশন জানিয়েছে, ডিকি মাটির নিচে প্রায় ১.৩ কিলোমিটার গভীরে গুহাটির একদম শেষ প্রান্তে অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২টায় ৩৭ মিনিটে ডিকিকে গুহা থেকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা।

নিউ জার্সির ইনিশিয়াল রেসপন্স টিমের কার্ল হেইটমেয়ার জানিয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার পর ডিকি মনে করেছিলেন তিনি আর এ গুহা থেকে বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু উদ্ধারকারীদের কঠোর পরিশ্রমে তিনি গুহা থেকে বের হয়ে আসেন।

আর গুহা থেকে বের হয়েই ডিকি উদ্ধার কাজটির সঙ্গে যুক্ত সবাইকে ধস্যবাদ জানান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App