বেলারুশের ওপর হামলা মানেই রাশিয়ার ওপর হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম

ছবি: বিবিসি
বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, মিত্রদেশ বেলারুশের বিরুদ্ধে যেকোন শত্রুতামূলক পদক্ষেপকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করবে মস্কো।
বেলারুশে হামলা হলে রাশিয়া শত্রুদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে। রবিবার (২০ আগস্ট) বেলারুশের এসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিজলভ এসব কথা বলেন।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, বেলারুশের ওপর যেকোনো ধরনের হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে এবং সেই হামলা মোকাবেলার জন্য নিজের সামরিক শক্তি ব্যবহার করবে।
রাশিয়ার সামরিক পরিকল্পনা এভাবেই প্রস্তুত বলে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।
পোল্যান্ড এবং বেলারুশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে তখন রুশ রাষ্ট্রদূত এসব কথা বললেন।
পশ্চিমা গণমাধ্যম খবর দিচ্ছে যে, বেলারুশ সীমান্তে পোল্যান্ড এরইমধ্যে সেনা মোতায়েন করেছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কো ও মিনিস্কের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে।