যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ডেনমার্কে করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে নতুন ধরনটির প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেনি তারা।
শুক্রবার (১৮ আগস্ট) শনাক্তের বিষয়টি ডব্লিউএইচও ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্সের।
নতুন ধরনটিকে ডব্লিউএইচও পৃথকভাবে নজরদারিতে রেখেছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ধরনটিকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখার কথা নিশ্চিত করেছে।
ডাব্লিউএইচও বলেছে, নতুন এই ধরনের মাত্র চারটি পরিচিত ধাপ রয়েছে। বাকি সবকিছু এখনো অজানা। তাই অতি সতর্কতার সঙ্গে এর ওপর গবেষণা করা হচ্ছে। সংস্থাটি সব মিলিয়ে ১০টির বেশি নতুন ধরন ও তাদের বংশধরদের ওপর নজর রাখছে।
তবে করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের বেশির ভাগ দেশই এ সংক্রান্ত বাড়তি সতর্কতা থেকে সরে এসেছে। এখন আর অতটা প্রাণঘাতী না থাকায় করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধই বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে না। কিন্তু ডব্লিউএইচও এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে সতর্কতার সহিত পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছে।