×

আন্তর্জাতিক

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘর্ষে নিহত ৫৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘর্ষে নিহত ৫৫

ছবি: ডেইলি সাবাহ

   

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

ত্রিপোলির কয়েকটি এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এ সংঘর্ষ হয় যা লিবিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।খবর ডেইলি সাবাহর।

এদিকে, যে সামরিক কমান্ডারকে ঘিরে প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে তাকে মুক্তি দেয়া হয়েছে। ৪৪৪ ব্রিগেডের কমান্ডার মাহমুদ হামজাকে গ্রেফতারের সূত্র ধরে ত্রিপোলিতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল।

লিবিয়ার একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকালে স্পেশাল ডিটারেন্স ফোর্স মাহমুদ হামজাকে মুক্তি দেয়।৪৪৪ ব্রিগেড ও স্পেশাল ডিটারেন্স ফোর্স উভয়ই গত বছরের সংঘর্ষের সময় জাতীয় ঐক্যমত্যের সরকার বা জিএনএ’র প্রতি সমর্থন জানিয়েছিল।

২০১১ সালে লিবিয়ায় গণবিপ্লব ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত ও নিহত হন সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফি।

এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। লিবিয়া এখন আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে।

২০১৫ সাল থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকার এবং পূর্বাঞ্চলীয় বেনগাজি-ভিত্তিক সেনা কমান্ডার জেনারেল হাফতারের বাহিনীর মধ্যে সংঘাত ও উত্তেজনা চলে এসেছে।

কাতার, তুরস্ক, কিছু ইউরোপীয় দেশ ও জাতিসংঘ জিএনএ সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে। অন্যদিকে খলিফা হাফতারের প্রতি সমর্থন রয়েছে মিশর, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু দেশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App