বিচারের মুখোমুখি হতে পারেন বাইডেনপুত্র হান্টার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম

হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত
ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বিচারের মুখোমুখি হতে পারেন। (১১ আগস্ট) শুক্রবার মার্কিন বিশেষ আইনজীবী ডেভিড ওয়েইস এ তথ্য জানিয়েছেন। মার্কিন বিচার বিভাগ কর্তৃক বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই এ তথ্য জানান তিনি।
আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দুজনই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।
নির্বাচন সামনে রেখে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ট্রাম্প। গত চার মাসে তিন মামলায় অভিযুক্ত হয়ে আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে এবার যুক্ত হলো বাইডেনপুত্র হান্টারের নাম।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হান্টার যদি বিচারের সম্মুখীন হন তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তা এক নজিরবিহীন ঘটনার জন্ম দেবে। মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন যখন তার বাবা পুনরায় নির্বাচনের জন্য প্রচারকাজে নেমেছেন।
২০১৯ সাল থেকে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করছেন ওয়েইস। গত জুনে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছিলেন তিনি। যদিও এসব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন হান্টার।
গতকাল শুক্রবার আদালতে দায়ের করা অভিযোগে ওয়েইস বলেন, দুপক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেছে। চুক্তি হলে তিনি কারাদণ্ড এড়াতে পারতেন। সরকার এখন মনে করছে, বিচারকাজ ছাড়া এ মামলার সমাধান হবে না।
এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ওয়েইসকে বিশেষ আইনজীবী হিসেবে পদোন্নতি দেন। ফলে এ মামলার তদন্তকাজ করতে আরও ক্ষমতা পেলেন তিনি।