×

আন্তর্জাতিক

অনাস্থা প্রস্তাবে দুই ঘন্টা বক্তব্য দিলেন মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম

অনাস্থা প্রস্তাবে দুই ঘন্টা বক্তব্য দিলেন মোদি

ছবি: সংগৃহীত

   

ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা নিয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনে ইন্ডিয়া জোট।

তবে খুব সহজেই খারিজ হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের বিরুদ্ধে আনা এই প্রস্তাব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনাস্থা প্রস্তাবের জবাবে প্রায় দু'ঘণ্টা ভাষণ দিয়েছেন। এরপরই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায় ভোটাভুটিতে। স্পিকার ওম বিড়লা জানান, সংখ্যাগরিষ্ঠতায় অনাস্থার বিপক্ষেই ভোট পেড়েছে বেশি।

বিবিসি জানায়, মোদি ভাষণের প্রথম দেড় ঘণ্টায় মণিপুরের নাম উচ্চারণ না করায় লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। এরপর বিরোধীশূন্য লোকসভায় অনাস্থা ভোটে জয় পায় মোদি সরকার।

বিরোধীশূন্য লোকসভায় মোদী বলেন, “মণিপুরের জনগণকে আশ্বস্ত করছি, দ্রুত সেখানকার হাল ফিরবে।”

তিনি আরও বলেন, “মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাদের স্বজন হারিয়েছেন। নারীদের সঙ্গে সেখানে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

“ভারতের সব নাগরিককে আশ্বস্ত করছি, ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App