লেবাননের সাবেক গভর্নরের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম

দুর্নীতির অভিযোগে লেবাননের সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালামেহ'র ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।
একইসঙ্গে তার ভাই রাজা সালামেহ ও সাবেক সহকারী মারিয়ানে হোয়ায়েকের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এই তিন দেশের পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের ব্যাপারে নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এরফলে এই তিন দেশে তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। ৭৩ বছর বয়সী সালামেহ’র কিছু সম্পদ আগেই জব্দ করা হয়েছিল। খবর: আল জাজিরা
নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছে, রিয়াদ সালামেহ দুর্নীতির মাধ্যমে নিজে সম্পদশালী হয়েছেন, তার সহযোগীদেরও সম্পদশালী করেছেন। এতে দেশটিতে আইনের শাসন লঙ্ঘন করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্ষমতার অপব্যবহার করে রিয়াদ সালামেহ নিজেকে ও তার সহযোগীদের সম্পদশালী করেছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, সালামেহ ক্ষমতার অপব্যবহার করেছেন। লেবাননের অর্থনীতিতে ধস নামানোর জন্য যেসব দুর্নীতি হয়েছে সে ব্যাপারে ছাড় দেয়া হবে না।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রিয়াদ সালামেহ।তিনি জোর দিয়ে বলেন, তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ও চাকরি থেকে এসেছে, কোনো দুর্নীতি করে নয়।
উল্লেখ্য, ৩০ বছর লেবাননের গভর্নরের দায়িত্বে ছিলেন রিয়াদ সালামেহ।