×

আন্তর্জাতিক

৩৭০ ধারা বাতিল জম্মু-কাশ্মিরের জন্য কতোটা স্বস্তিদায়ক?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম

৩৭০ ধারা বাতিল জম্মু-কাশ্মিরের জন্য কতোটা স্বস্তিদায়ক?
   
৩৭০ ধারা বাতিলের চার বছর পর এসে কাশ্মির বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ সাঈদ মালিক জানান-বর্তমানে কাশ্মিরের পরিবেশ অধিক শান্তিপূর্ণ। কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু-কাশ্মিরকে দুইটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এ সিদ্ধান্তের বৈধতার উপর প্রশ্ন তুলে সুপ্রীম কোর্টে পিটিশন জারি করা হয়। কিন্তু চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কোর্ট এ সম্পর্কিত কোন রায় দিতে পারেনি। ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যের বিশেষ সাংবাদিক মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মিরকে দুইটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এর ফলে ভারতের অনেক রাজনৈতিক দল দুই দলে বিভক্ত হয়ে যায়। এক দল এ সিদ্ধান্তকে সমর্থন জানালেও অন্য দল এর তীব্র বিরোধিতা করে। আগাম বিধানসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতা অবশ্য বিবেচনাধীন। ছয় বছরের দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক ক্ষমতা বর্তমানে ক্রমহ্রাসমান। এর প্রধান কারণ হলো-দক্ষতার সাথে কেন্দ্রীয় সরকার রাজ্য শাসন করলেও বৈধ প্রতিনিধির অভাব অপূরণীয়। তবে পূর্বের তুলনায় রাজ্যে শান্তি স্থাপন এবং জম্মু-কাশ্মিরের নাগরিকদের একটি সুরক্ষিত জীবন প্রদান করা তা কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য অর্জন। দীর্ঘকাল পর জম্মু-কাশ্মিরের বাসিন্দারা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং তাদের দৈনন্দিন জীবন বেশ ভালোভাবে চালাতে পারছেন। তবে জম্মু-কাশ্মির ছাড়াও বিচ্ছিন্ন ইউটি লাদাখ অঞ্চলে কেন্দ্র সরকারের ক্ষমতা হ্রাস করার একটি প্রক্রিয়া চলছে। বর্তমান পরিস্থিতি এনসি, পিডিপি এবং কংগ্রেসের মতো নৃশংসতাবাদে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর জন্যেও দারুণ কঠিন হবে। জম্মু ও কাশ্মিরের নির্বাচনের ফলাফল বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করছে। এই প্রক্রিয়া বিজেপির আত্মবিশ্বাসের ঝলকও দেখা যাচ্ছে। প্রশাসনিক, সাংবিধানিক এবং নির্বাচনী প্রতিটি ক্ষেত্রে বিজেপি দারুণ আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছে। গত বছর বিধানসভা এবং সংসদীয় নির্বাচনের সময় বিভিন্ন সীমাবদ্ধতাগুলো পরিলক্ষিত করে এবার কেন্দ্রীয় সরকার এ বিষয়গুলো এড়ানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মির ক্ষমতা লাভের ইচ্ছা কেন্দ্রীয় সরকারের বহুদিনের। কয়দিন আগেই কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মির বিধানসভায় তিনটি মনোনীত বিভাগের আসন তৈরি করতে সংসদে একটি বিল উত্থাপন করে। এছাড়াও সংরক্ষিত বিভাগের অধীনে আগের চেয়ে বেশি আসনের ব্যবস্থা করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই, গত পাঁচ বছরে এনসি, পিডিপি এবং কংগ্রেস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তবে কেন্দ্রীয় শাসনের অধীনে অবাধ ও সুষ্ঠু পরিবেশের নির্বাচনে তাদের উপস্থিতি ছিল আশ্বাসদায়ক। মূলত নির্বাচনকে সামনে রেখেই ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু-কাশ্মিরের শান্তি আনয়নের বার্তা আরো ভালোভাবে সামনে আসছে এখন। কেন্দ্রীয় সরকার এ ধারা বাতিলকে নানাভাবে উদযাপন করছে। শ্রীনগরে এ ধারা বাতিল উদযাপন উপলক্ষে বিশাল বিলবোর্ড স্থাপিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App