ইউক্রেনকে ব্ল্যাক হর্নেট ড্রোন দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:২৫ এএম

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও ছোট ড্রোন সহ অতিরিক্ত ৪০০ মিলিয়ন ডলারের অতিরিক্ত নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন সহায়তা প্যাকেজে প্রথমবারের মতো গুপ্তচর ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর: আল-জাজিরার।
ব্ল্যাক হর্নেট ন্যানো মূলত অত্যাধুনিক চালকবিহীন আকাশযান (ড্রোন)। পাখির মতো দেখতে এ ড্রোনের ওজন মাত্র ১৭ থেকে ১৮ গ্রাম। এর দৈর্ঘ্য প্রায় ১০০ মিলিমিটার এবং প্রস্থ প্রায় ২৫ মিলিমিটার। ভারী ও বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটা সঙ্গে রাখতে পারেন। বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয়, তার আশপাশের এলাকার উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে।
২০১১ সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান প্রক্স ডায়নামিকস্ এটি তৈরি করে। এখন এটি তৈরি করে এফএলআইআর আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস নামে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান।