×

আন্তর্জাতিক

ইউক্রেনকে শস্য রপ্তানি করতে দেবে না রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৯:৪৭ এএম

ইউক্রেনকে শস্য রপ্তানি করতে দেবে না রাশিয়া
   
ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর ফলে কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনকে আর শস্য রপ্তানি করতে দেবে না মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মস্কো এই চুক্তিতে ফিরবে না। সব পক্ষের দাবি মিটলে তাৎক্ষণিকভাবে মস্কো এই চুক্তিতে ফিরে আসবে। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, 'আজই' আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে যত তাড়াতাড়ি রাশিয়ার শর্ত পূরণ হবে তত তাড়াতাড়ি মস্কো এই চুক্তিতে ফিরে আসবে। শস্য চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। ইউক্রেনে যুদ্ধের কারণে অবরুদ্ধ রপ্তানিকে সহজতর করার জন্য বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রেক্ষাপটে ২০২২ সালের আগস্টে জাতিসংঘ এবং তুরস্ক কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির উদ্যোগ নেয়। সোমবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়া বলেছিল, তারা উদ্যোগের অধীনে যথেষ্ট সুবিধা পাচ্ছে না। জাতিসংঘ বলেছে, ২০২২ সালের আগস্টে রপ্তানি শুরু হওয়ার পর থেকে ৪৫টি দেশে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, চুক্তিটি নবায়ন না করলে খাদ্যের দাম বেড়ে যাবে। চুক্তি স্থগিত করার ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘকে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App