×

আন্তর্জাতিক

এআই কোম্পানির নাম প্রকাশ ইলন মাস্কের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম

এআই কোম্পানির নাম প্রকাশ ইলন মাস্কের

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

   

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) নতুন কোম্পানি এক্সএআই-এর ঘোষণা করেন ইলন মাস্ক। বুধবার (১২ জুলাই) টুইটারের মালিক এই ঘোষণা দেন। তিনি কোম্পানির ওয়েবসাইট এবং কয়েক ডজন নতুন কর্মীর নাম প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি গড়তেই এমনটি জানিয়েছেন মাস্ক। প্রতিবেদনে বলা হয়, মহাবিশ্বের আসল স্বরূপ অনুধাবনে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর সিএনএন।

নতুন প্রজন্মের বিদ্যুৎচালিত গাড়ি টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মালিকানায় এবার এল এআই প্রযুক্তি। আগামীকাল শুক্রবার এই বিষয়ে বিস্তারিত জানাতে টুইটার লাইভে হাজির হবেন তিনি।

এক্সএআই-এর পেছনে রয়েছে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্ট, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা। অবস্থা দেখে বোঝা যাচ্ছে চ্যাটজিপিটি, বার্ড ও ক্লডের মতো চ্যাটবটের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও এনথ্রোপিকের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন ইলোন মাস্ক।

গত এপ্রিলে এ স্টার্টআপের খবর দেয় ফিন্যান্সিয়াল টাইমস। একইসঙ্গে জানায়, বৃহৎ ভাষার মডেলের জন্য এনভিডিয়া থেকে জিপিইউ প্রসেসর নিচ্ছেন মাস্ক। একই মাসে ফক্স নিউজের কাছে ট্রজিপিটি নামের নতুন এআই টুল নিয়ে পরিকল্পনা ভাগাভাগি করেন টেসলা বস। ওই সময় বিদ্যমান এআই কোম্পানিগুলো ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকাকে অগ্রধিকার দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, গত মার্চে নেভাদায় এক্সএআই কোম্পানি সংগঠিত করেন মাস্ক। একই সময়ে টুইটারের কোম্পানি নাম পরিবর্তন করে রাখেন এক্স করপোরেশন। তবে ওয়েবসাইট অনুসারে, এক্স করপোরেশন থেকে আলাদা প্রতিষ্ঠান এক্সএআই। সেখানে বলা হয়, এক্স (টুইটার), টেসলা ও অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এক্সএআই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App