×

আন্তর্জাতিক

দালাই লামার সঙ্গে বৈঠক, চীনকে যে বার্তা দিল আমেরিকা 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৯:৪০ এএম

দালাই লামার সঙ্গে বৈঠক, চীনকে যে বার্তা দিল আমেরিকা 

ছবি: এপির

   

ব্রিকস শীর্ষ সম্মেলন সরে যেতে পারে চীনে

তিব্বতীয় ধর্মগুরু দালাই লামার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। গত রবিবারের ওই সাক্ষাৎ চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আরো এক স্পষ্ট বার্তা। এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গতকাল সোমবার সকালে ভারতে নিযুক্ত চীনা দূতাবাস থেকে প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বলা হয়েছে, তারা যেন চীনের অভ্যন্তরীণ বিষয়ে বিন্দুমাত্র নাক গলানোর চেষ্টা না করে। উজরা যা করেছেন, তা ‘নির্ভেজাল অপরাধ’।

মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারসংক্রান্ত বিষয়ের ভারপ্রাপ্ত উজরা জেয়া রবিবার ভোরে দিল্লি আসেন। সেদিনই তিনি সদলে দালাই লামার সঙ্গে দেখা করেন। ৬ জুলাই ছিল তিব্বতীয় ধর্মগুরুর ৮৮তম জন্মদিন। প্রবীণ এই ধর্মগুরুকে উজরা আগেই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, সহমর্মিতা, সহিষ্ণুতা ও সবার মানবাধিকার রক্ষায় তার বার্তা সদা অনুসরণযোগ্য।

দালাই লামার সঙ্গে সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। সাক্ষাতের খবর জানিয়ে এদিন রাতেই টুইট করে কেন্দ্রীয় তিব্বতি প্রশাসনের সরকারি টুইটার পেজ ‘তিব্বত ডট নেট’। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তিব্বতীয় ধর্মগুরুর সাক্ষাতের ৪টি ছবিও তাতে দেয়া হয়। এরপরই গতকাল সকালে প্রতিবাদ জানায় চীনা দূতাবাস।

দিল্লিতে চীনা দূতাবাসের মুখপাত্র ওয়াং সিয়াওজিয়াং বিবৃতিতে বলেন, সিজাংকে (তিব্বত) চীনের অঙ্গ হিসেবে মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রæতি দিয়েছে, সেটা তাদের পালন করা উচিত। তিব্বতের দোহাই দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক। তিব্বতের ভারপ্রাপ্ত তথাকথিত বিশেষ কো-অর্ডিনেটর যা করেছেন, তা নির্ভেজাল অপরাধ। তিব্বতের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় তা এক রাজনৈতিক ছক।

দূতাবাসের মুখপাত্র আরো জানান, তিব্বত পুরোপুরি চীনের ঘরোয়া বিষয়। সেখানে নাক গলানোর কোনো অধিকারই বাইরের কারো নেই। তিব্বতের স্বাধীনতাকামী শক্তিদের সঙ্গে বিদেশি কর্তাদের কোনোরকম যোগাযোগ চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে। তথাকথিত তিব্বতের সরকার এক বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিকগোষ্ঠী, অবৈধও। পৃথিবীর কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি।

উজরা জেয়া তিব্বতবিষয়ক ভারপ্রাপ্ত ‘সমন্বয়ক’। ২০২১ সালে সেই দায়িত্ব পাওয়ার পরের বছর ২০২২ সালে ভারতে এসে তিনি দালাই লামার সঙ্গে দেখা করেছিলেন। সেবারও চীন এমনই বিরোধিতা করেছিল।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই নিম্নগামী। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগর এলাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তাইওয়ান ও বাণিজ্য ইস্যু নিয়েও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। চীনবিরোধী অক্ষে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভারতকে টেনে এনেছে। ভূ-রাজনৈতিক এই পটভূমিতে ভারত সফরে এসে দালাই লামার সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ স্বাভাবিক কারণেই চীনকে ক্ষুব্ধ করেছে। চীন ঐতিহাসিকভাবেই তিব্বত সম্পর্কে স্পর্শকাতর। ভারতের সঙ্গে তাদের সীমান্ত বিরোধও ২০২০ সাল থেকে তীব্রতর হয়েছে।

উজরা জেয়াসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ভারত সফরে গণতন্ত্র, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। ভারতে পৌঁছেই উজরা টুইট করে জানান, ‘নরেন্দ্র মোদির ঐতিহাসিক সফরের ধারা অব্যাহত রাখতে ভারত সরকার ও নাগরিক সমাজের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য মুখিয়ে আছি। আমরা সেই পৃথিবী গড়ে তুলতে চাই- যা মুক্ত, সমৃদ্ধশালী, নিরাপদ, স্থিতিশীল ও যেখানে সবার অন্তর্ভুক্তি থাকবে।’

প্রতিদ্বন্দ্বী চীন-ভারত : বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে চীনের সঙ্গে ভারতের অমিলের চেয়ে মিল বেশি। দুই দেশেরই একশ কোটির বেশি জনসংখ্যা আছে। দুই দেশের আছে বৃহৎ অর্থনীতি। ২০০৮ সালে চীন ছিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্কও অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপরও দেশ দুটির মধ্যে এমন কিছু বিরোধের বিষয় আছে, যেগুলোর সমাধান না হলে বৃহৎ প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি সম্ভব হবে না। আর এর প্রভাব এ অঞ্চলের দেশগুলোর ওপরও পড়ছে। বর্তমানে চীন ও ভারতের মধ্যে গত ৩০-৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে। হিমালয় অঞ্চলের বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর তা আরো খারাপ হয়েছে।

এদিকে চীনের বেল্ট এন্ড রোডস ইনিশিয়েটিভে অংশ নিতে ভারত অনীহা দেখালেও এ অঞ্চলের অন্য দেশগুলো ভারতকে অনুসরণ করেনি, বরং তারা চীনের উদ্যোগে যুক্ত হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুতই চীনের প্রভাব বেড়েছে। একই সঙ্গে চীন ও পাকিস্তানের মধ্যে মৈত্রীর বন্ধন আরো দৃঢ় হয়েছে। চীন ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান জোরদার করতে পাকিস্তানকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিআরআই উদ্যোগের অংশ হিসেবে চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর এর বড় প্রমাণ।

এ অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের পথ রুদ্ধ করতে ভারত যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একটি অঘোষিত জোট গঠন করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে চীন ভারতের প্রতিবেশী নেপালের সঙ্গে রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে। তিব্বত থেকে কাঠমান্ডু পর্যন্ত এই রেললাইন নির্মাণ করা হবে। এর মাধ্যমে চীন ভারতের ঘাড়ের কাছে নিজের অবস্থান জোরদার করবে।

ব্রিকস শীর্ষ সম্মেলন সরে যেতে পারে চীনে : আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাঁচ দেশের অর্থনৈতিক জোট ‘ব্রিকস’-এর ১৫তম শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্যদেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

ব্রিকসের বর্তমান চেয়ার দক্ষিণ আফ্রিকা। আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রামাফোসা বলেছেন, তারা প্রায় তিন বছর ধরে সশরীর ব্রিকস শীর্ষ সম্মেলন করেননি। এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনটি ভার্চুয়ালি হবে না। তারা ব্রিকস শীর্ষ সম্মেলন সশরীর করতে যাচ্ছেন।

এদিকে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দেশটির গণমাধ্যমে এমন খবর এসেছে, আইসিসির সদস্য হিসেবে পুতিনকে গ্রেপ্তার করার মতো অবস্থান এড়াতে প্রিটোরিয়া আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলন চীনে করার কথা ভাবছে। কারণ, চীন আইসিসি গঠনের চুক্তিতে (রোম সংবিধি) স্বাক্ষরকারী দেশ নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App