
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১২:২৯ এএম
আরো পড়ুন
ভাগনারকে কত টাকা দিয়েছে রাশিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৮:৩৪ এএম

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সৈন্যদের সরকারিভাবে পূর্ণ অর্থায়ন করা হতো বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের হিসাব অনুযায়ী, শুধু বেতন ও বোনাস বাবদ ২০২২ সালের মে মাস থেকে গত মে পর্যন্ত ওয়াগনারকে ৮৬ দশমিক ২৬২ বিলিয়ন রুবল (১০০ কোটি মার্কিন ডলার) দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি বাজেট থেকে ওয়াগনারকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। খবর ফোর্বসের।
এ বিষয়ে ভ্লাদিমির পুতিন বলেন, ভাগনারকে কীভাবে সরকারিভাবে বরাদ্দ করা এই অর্থ দেয়া হয়েছে ও ভাগনার প্রধান সরকারি এই অর্থ কীভাবে ব্যয় করেছেন, তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সৈন্যদের সরকারিভাবে পূর্ণ অর্থায়ন করা হতো বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের হিসাব অনুযায়ী, শুধু বেতন ও বোনাস বাবদ ২০২২ সালের মে মাস থেকে গত মে পর্যন্ত ওয়াগনারকে ৮৬ দশমিক ২৬২ বিলিয়ন রুবল (১০০ কোটি মার্কিন ডলার) দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি বাজেট থেকে ওয়াগনারকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। খবর ফোর্বসের।
এ বিষয়ে ভ্লাদিমির পুতিন বলেন, ভাগনারকে কীভাবে সরকারিভাবে বরাদ্দ করা এই অর্থ দেয়া হয়েছে ও ভাগনার প্রধান সরকারি এই অর্থ কীভাবে ব্যয় করেছেন, তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।