দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেগান-হ্যারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত
পাপারাজ্জির খপ্পরে প্রায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রিন্স হ্যারি, মেগান মার্কেল ও তার মা।
হ্যারির মুখপাত্র বলেন, পাপারাজ্জির কারণে তাদের তিনজন প্রায় দুই ঘণ্টা যাবত বিপজ্জনক গাড়ির রেসে ছিলেন। এতে করে রাস্তায় প্রায় দুর্ঘটনার কবলে তাদের পড়তে হয়েছে।
অরো বলেন, এই রেসের কারণে রাস্তায় অন্য চালক, পথচারী এমনকি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের দুই কর্মকর্তার সঙ্গে দুর্ঘটনা বাধতে ধরছিল। খবর বিবিসির।
নিউ ইয়র্কের একটি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মেগান মার্কেল , তার মা ও প্রিন্স হ্যারি। এ দুর্ঘটনা ঘটে অ্যাাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে। রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর এটিই ছিল প্রথম পাবলিক ইভেন্ট যা প্রিন্স হ্যারি অংশগ্রহণ করেছিলেন। ২০২০ সালে রাজকীয় জীবন ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হ্যারি-মেগান দম্পতি।