জয়ের পথে থাকসিন সিনাওয়াত্রার দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৮:৩০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ও তার মেয়ে পাইতোঙ্গতার্ন সিনাওয়াত্রা
বুথফেরত জরিপ বলছে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে বড় জয় পেতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল পুয়ে থাই। বর্তমানে থাকসিন সিনাওয়াত্রার মেয়ে মিস পাইতোঙ্গতার্ন সিনাওয়াত্রার এই দলের নেতৃত্ব দিচ্ছেন।
জরিপের ফল সত্য হলে থাইল্যান্ডের ক্ষমতায় আবারো আসতে চলেছে সিনাওয়াত্রা যুগ। আর নতুন প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে অনেকদিন ধরেই ঘুরছে মিস পাইতোঙ্গতার্ন সিনাওয়াত্রার নাম। খবর অনলাইন দ্য নেশনের।
আজ রবিবার (১৪ মে) এ বুথফেরত জরিপ চালিয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা ও পুলিশি এজেন্সি।
এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে বিজয়ী হবে পুয়ে থাই পার্টি। তবে কি পরিমাণ ভোটারের ওপর অথবা কি পদ্ধতিতে এই জরিপ চালানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।
বুথফেরত এই জরিপে বলা হয়, পার্লামেন্টের ১৯০ আসনে বিজয়ী হবে পুয়ে থাই পার্টি। ৭০ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে ভূমজাইথাই পার্টি। অন্যদিকে তৃতীয় অবস্থানে নেমে যাবে বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চান-ওচার দল ইউনাইটেড থাই নেশন পার্টি।
জরিপে আরো বলা হয়, উপপ্রধানমন্ত্রী জেনারেল প্রাউয়িট অংসুয়ানের দল পালাং প্রচারার্থ জয় পাবে ৬০ আসনে। ডেমোক্রেটরা জয় পাবেন ৬০ আসনে। ৪০ আসন পাবে মুভ ফরোয়ার্ড পার্টি। এসব তথ্য সামরিক একটি গোয়েন্দা সংস্থার জরিপের।
অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চ পুলিশের জরিপে বলা হয়েছে, পার্লামেন্টে ২২৬ আসনে বিজয়ী হবে পুয়ে থাই পার্টি। ৭৭ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে ভূমজাইথাই পার্টি। ৫৬ আসন পাবে পালাং প্রচারার্থ। ৪৭ আসন পাবে ডেমোক্রেট। ৪১ আসন পাবে ইউনাইটেড থাই নেশন এবং মুভ ফরোয়ার্ড পাবে ২৩ আসন। আজ রবিবার ১৪ই মে দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।