একই দিন পুতিনের দুই বন্ধুর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১২:৪৫ এএম

নিকোলাই বোর্টসভ ও জাশারবেক উজদেনভ
একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ও দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার দুই সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর নিউজউইক, ডেইলি মেইলের।
২০০৩ সাল থেকে স্টেট ডুমার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসা নিকোলাই বোর্টসভ (৭৭) ও জাশারবেক উজদেনভ (৫৭) একই দিনে পরলোকগমন করেছেন।
গুরুতর ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় রবিবার উজদেনভের মৃত্যু হয়। একই দিন লিপেটস্ক অঞ্চলে নিজ বাসভবনে মারা যান বোর্টসভ। তবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেন রুশ সৈন্যদের সামরিক অভিযান শুরুর পর দেশটির কয়েকজন বিশিষ্ট নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়। যাদের মৃত্যুর কারণ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। এমনকি রুশ কর্তৃপক্ষও বিশিষ্ট নাগরিকদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করেনি।