আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্প দায়ী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:১৯ পিএম
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে বাইডেন প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এক প্রতিবেদনে এ দাবি করে। প্রতিবেদনের ১২ পৃষ্ঠার এক সারসংক্ষেপে বলা হয়েছে, ২০২০ সালে যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে চুক্তিসহ সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত বাইডেনকে ‘মারাত্মক চাপে’ ফেলে দিয়েছিলো। খবর বিবিসির।
অবশ্য বেসামরিকদের সরিয়ে নেয়ার কাজ যুক্তরাষ্ট্র সরকারের আরো আগেই শুরু করা উচিত ছিলো বলে স্বীকার করে নেয়া হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে, বাইডেন প্রশাসনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ ‘অপপ্রচারের খেলায়’ মেতেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটায় যুক্তরাষ্ট্র।