
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৪:৫৩ পিএম
আরো পড়ুন
বিশ্বের বৃহত্তম রুবি নিলামে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত
নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে (নিলাম) উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্ন পাথর)। নিলামটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জুন।
৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। সোথবিস এটির দাম নির্ধারণ করেছে ৩ কোটি মার্কিন ডলার। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রুবি। খবর এনডিটিভির
কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। এটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সোথবিসের নিলামকারী উনি কিম।
গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস অকশনে (নিলাম) উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্ন পাথর)। নিলামটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জুন।
৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। সোথবিস এটির দাম নির্ধারণ করেছে ৩ কোটি মার্কিন ডলার। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রুবি। খবর এনডিটিভির
কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। এটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সোথবিসের নিলামকারী উনি কিম।
গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে।