
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:১৭ এএম
আরো পড়ুন
রুশ হামলায় ১০ ইউক্রেনীয় নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৪:৪৩ এএম
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি ও বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত ও নয়জন আহত হন। খবর আলজাজিরার।
খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আরো একজন নিহত হয়েছেন বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় চারজন আহত হয়েছেন। অপরদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের সেনারা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি ও বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত ও নয়জন আহত হন। খবর আলজাজিরার।
খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আরো একজন নিহত হয়েছেন বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় চারজন আহত হয়েছেন। অপরদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের সেনারা।