আইফোন ব্যবহার করতে পারবেন না ক্রেমলিনের কর্মীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:২৩ পিএম

আইফোন। ফাইল ছবি
২০২৪ সালের পুনর্নির্বাচনের প্রচারণার সঙ্গে জড়িত ক্রেমলিনের কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সিদ্ধান্ত গুপ্তচরবৃত্তির ভয়ে নেয়া হয়েছে বলে অজ্ঞাত একটি সূত্রে জানা গেছে।
সোমবার রুশ দৈনিক কমার্স্যান্ট এ খবর নিশ্চিত করেছে। খবর মস্কো টাইমস, রয়টার্সের।
নির্দেশিত হয়েছে, ‘আইফোন শেষ। হয় এটি ফেলে দিন বা শিশুদের দিয়ে দিন। মার্চ থেকে সবাইকে এই কাজ করতে হবে।’
আশঙ্কা করা হচ্ছে, রাশিয়ার আঞ্চলিক প্রশাসনের অভ্যন্তরীণ নীতিনির্ধারক কর্মকর্তাদেরও আইফোনের ওপর নিষেধাজ্ঞা প্রভাবিত করতে পারে।
ক্রেমলিনের ‘অভ্যন্তরীণ ব্লক’ হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্টের প্রশাসনের অভ্যন্তরীণ নীতি, পাবলিক প্রকল্প, স্টেট কাউন্সিল ও আইটি বিভাগের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের তৈরি ডিভাইসগুলোর ব্যবহার বন্ধে ১ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়েছে।