ভারতে পেঁয়াজের দাম বাড়ানোর দাবি, ২০০ কিমি পদযাত্রা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র প্রদেশের কৃষকরা মুম্বাই অভিমুখে ২০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন। এর আগে পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভে নামেন তারা।
বিক্ষোভের মুখে প্রাদেশিক সরকার পেঁয়াজ চাষীদের জন্য কিছু আর্থিক প্রণোদনা ঘোষণা করলেও কৃষকরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। খবর বিবিসির।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। বছরে প্রায় দুই কোটি ৪০ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয় ভারতে। দেশের অর্ধেকের বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রেই। উৎপাদিত পেঁয়াজের প্রায় ১০-১৫ শতাংশ অন্য দেশে রপ্তানি করা হয়।
এদিকে, ভারতে পেঁয়াজের মূল্যকে কেন্দ্র করে বিরাজ করছে অস্থিরতা। দেশটির বেশিরভাগ রাজ্যেই পেঁয়াজ রান্নার প্রধান উপাদান ও পচনশীলতার জন্য খুব বেশিদিন সংরক্ষণও করা যায় না এই মসলাপণ্য।