২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:৫৫ পিএম

ফাইল ছবি
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছে ইরানের বিচার বিভাগ।
সোমবার (১৩ মার্চ) দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই তাদের ক্ষমা করে দেয়ার কথা জানান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
এজেই বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে, যাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন।
তবে এ ক্ষমার মেয়াদ কত দিন এবং বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি এজেই।
গত মাসের শুরুতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হাজার হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন, যাদের মধ্যে গ্রেপ্তারকৃতরাও রয়েছেন।
গত সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর দেশটিজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে অংশগ্রহণ করে দেশটির সব স্তরের মানুষ। ব্যাপক এই প্রতিবাদের কারণে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে দেশটির সরকার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল।