‘গোপন আলোচনায়’ বাইডেন-শলৎজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৫:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ফাইল ছবি
হোয়াইট হাউসে এক বৈঠকে শুক্রবার (৩ মার্চ) মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকে দুই নেতা ‘গোপনীয় আলোচনা’ করবেন। তবে তাদের আলোচনার প্রায় পুরোটাই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় একদিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ওলাফ শলৎজ। তবে এই সফরে কোনো সাংবাদিককে সঙ্গে নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ওলাফ শলৎজ প্রায় এক ঘণ্টা কথা বলবেন। খবর সিএনএনের।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলাদা বৈঠক হয়েছে। ধারণা করছি, জেলেনস্কির সঙ্গে কী কথা হয়েছে, এ সম্পর্কে একে অপরকে জানাতে পারেন।’