×

আন্তর্জাতিক

ওড়িশায় মন্ত্রীকে হত্যা করা পুলিশ ‘মানসিক রোগী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

ওড়িশায় মন্ত্রীকে হত্যা করা পুলিশ ‘মানসিক রোগী’

গোপালক্রুষ্ণা দাস

   

পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাকে হত্যায় অভিযুক্ত ওড়িশা পুলিশের সহকারী উপ-পরিদর্শক একজন ‘মানসিক রোগী’। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছে।

তা সত্ত্বেও কেন তাকে পিস্তল দেয়া হয়েছিল, কেনই বা তাকে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর আনন্দবাজারের।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম গোপালক্রুষ্ণা দাস। রবিবার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়েন তিনি।

পর পর দু’টি গুলি লাগে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে নেয়া হয়। তবে বাঁচানো যায়নি তাকে, রোববার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় নবকিশোরের। গুলি চালানোর পর পুলিশ সদস্য গোপালক্রুষ্ণা দাসকে স্থানীয় লোকজনই ধরে ফেলেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গোপালক্রুষ্ণা বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। এটি এক ধরনের মানসিক রোগ, যার ফলে মন স্থির থাকে না। রাগ, দুঃখ প্রভৃতি আবেগ ঘন ঘন পরিবর্তিত হয়। গভীর অবসাদে ভোগেন রোগী।

ওড়িশার ব্রহ্মপুরের এমকেসিজি মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান চন্দ্রশেখর ত্রিপাঠি জানান, গোপালক্রুষ্ণা ৮ থেকে ১০ বছর আগে প্রথম আমার ক্লিনিকে চিকিৎসার জন্য এসেছিলেন। তিনি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলতেন। তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু আমি জানি না নিয়মিত তিনি ওষুধ খাচ্ছিলেন কি না। নিয়মিত ওষুধ না খেলে রোগের প্রকোপ বেড়ে যায়। গত এক বছরে গোপালক্রুষ্ণা আমার ক্লিনিকে আর আসেননি।

ব্রহ্মপুরে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন গোপালক্রুষ্ণা। ১২ বছর আগে ঝাড়সুগুড়ায় তাঁর বদলি হয়। এর পর থেকে সেখানেই থাকছিলেন তিনি। সেখানেই রোববার তাঁর চালানো গুলিতে মৃত্যু হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর। গোপালক্রুষ্ণার কাছে লাইসেন্স-সহ পিস্তল ছিল।

গোপালক্রুষ্ণা যে মানসিক রোগে ভুগছিলেন এবং এর জন্য চিকিৎসা নিতেন, তা স্বীকার করেছেন তার স্ত্রীও। তবে স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকতেন না গোপালক্রুষ্ণা। কাজের সূত্রে দূরে থাকতে হত তাঁকে। তাই নিয়মিত ওষুধ খেতেন কি না, নিশ্চিত নন স্ত্রী।

পুলিশ জানিয়েছে, রোববার স্বাস্থ্যমন্ত্রীর নিরাপত্তার কাজেই নিয়োজিত ছিলেন গোপালক্রুষ্ণা। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App