খেরসনে নিহত ১০, পাল্টাপাল্টি অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:০১ এএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনের খেরসনে বিমান হামলা কমপক্ষে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় শহরটি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলায় চালানো হয়। এতে খেরসন শহরের আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
খেরসনে হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটবার্তায় বলেন, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। রাশিয়া ইচ্ছে করে বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে।
তবে খেরসনে হামলার কথা অস্বীকার করেছে মস্কো। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তারা বেসামরিক স্থাপনায় অভিযান অথবা হামলা চালাচ্ছে না।