
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:১২ পিএম
আরো পড়ুন
বিশ্বকাপে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত ইভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:২৬ পিএম

ইভা কাইলি
কাতারের এক কূটনীতিক ফুটবল বিশ্বকাপ আয়োজনে দেশটির সরকারকে জড়িয়ে বেলজিয়ামের দুর্নীতির তদন্ত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্যক্রমের সমালোচনা করেছেন।
এক বিবৃতিতে কাতারের ওই কূটনীতিক বলেন, এসব কার্যক্রমের কারণে কাতার-ইইউ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। খবর আল-জাজিরার।
এর আগে ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে গ্রিক রাজনীতিক ইভা কাইলিকে কাতার সরকারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে বহিষ্কার করা হয়। ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিতে কাতার ইইউর কয়েক কর্মকর্তাকে ঘুষ দিয়েছে এমন অভিযোগ ওঠার পর এ নিয়ে তদন্ত শুরু করে বেলজিয়াম কর্তৃপক্ষ।
কাতার এই অভিযোগ নাকচ করে একে ভিত্তিহীন আখ্যা দিয়েছে। বহিষ্কৃত ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভাও এই অভিযোগ নাকচ করেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বিশ্বকাপে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত ইভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:২৬ পিএম

ইভা কাইলি
কাতারের এক কূটনীতিক ফুটবল বিশ্বকাপ আয়োজনে দেশটির সরকারকে জড়িয়ে বেলজিয়ামের দুর্নীতির তদন্ত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্যক্রমের সমালোচনা করেছেন।
এক বিবৃতিতে কাতারের ওই কূটনীতিক বলেন, এসব কার্যক্রমের কারণে কাতার-ইইউ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। খবর আল-জাজিরার।
এর আগে ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে গ্রিক রাজনীতিক ইভা কাইলিকে কাতার সরকারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে বহিষ্কার করা হয়। ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিতে কাতার ইইউর কয়েক কর্মকর্তাকে ঘুষ দিয়েছে এমন অভিযোগ ওঠার পর এ নিয়ে তদন্ত শুরু করে বেলজিয়াম কর্তৃপক্ষ।
কাতার এই অভিযোগ নাকচ করে একে ভিত্তিহীন আখ্যা দিয়েছে। বহিষ্কৃত ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভাও এই অভিযোগ নাকচ করেন।