অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের সংঘর্ষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত
অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। খবর রয়টার্সের
অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত এবং চীনের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে। দেশটির সেনাবাহিনী তথ্য অনুযায়ী, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।
তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।
এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার কেন এ বিষয়ে মুখ খুলছে না সেই বিষয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। তারা এ বিষয়ে চীনের সঙ্গে সরাসরি আলোচনার দাবি তুলেছে।