ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে জনসন-সুনাক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১০:১৩ পিএম

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ছবি: বিবিসি
মাত্র ৪৩ দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণার খবরে বেশ নড়েচড়ে বসেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এদিক থেকে এগিয়ে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ ঘোষণা দেয়ার মধ্য ব্রিটেনের সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন লিজ ট্রাস। এরপর থেকেই এ পদ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সময়ও খুব কম। এক সপ্তাহের মধ্যেই হবে কনজারভেটিভ দলের নেতা নির্বাচন। এমতাবস্থায় লিজ ট্রাসের স্থলবর্তী হতে ইচ্ছুকরা এখন প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। খবর টেলিগ্রাফ, রয়টার্স ও বিবিসির।
এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের করা জনমত জরিপগুলোতে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তায় ধস নামতে দেখা গেছে। অর্থাৎ দলটি ব্রিটিশ জনগণের আস্থা হারিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় নির্বাচনে দলটির বিপর্যয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেই পথে না গিয়ে দলীয় নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বেছে নেয়া হচ্ছে। যিনি জয়ী হবেন তিনিই হবেন ছয় বছরের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী।
জানা গেছে, বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে আগামী সপ্তাহের সোমবার কিংবা শুক্রবারে। সম্ভাব্য কোনো প্রার্থীই এখনও প্রধানমন্ত্রী পদের দৌঁড়ে নামার সিদ্ধান্ত ঘোষণা করেননি।