আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৯৯ সেনা নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত
২০২০ সালের পর নাগর্নো-কারাবাখ ইস্যুতে আবারো যুদ্ধে লিপ্ত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। গত সোমবার রাতভর সংঘটিত এ যুদ্ধে উভয়পক্ষের ৯৯ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের আর্মেনিয়ার ৪৯ জন ও আজারবাইজানের ৫০ জন রয়েছেন।
এর আগে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে।
অপরদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।
প্রতিবেশী এই দুই দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে দুটি এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট ইস্যু নিয়ে সংঘর্ষ তাদের মধ্যে সংঘর্ষ চলে এসেছে। অন্যদিকে মঙ্গলবার মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে তারা।
সূত্র: বিবিসি, ডয়চে ভেলে, দ্য গার্ডিয়ান