পরিবারতন্ত্র, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:৪২ এএম

ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় সোমবার ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
পরিবারতন্ত্রের রাজনীতিতে লাভ হয় শুধু পরিবারের। দেশের কোনো উপকার হয় না। তাই দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে।
সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার হীরকজয়ন্তীতে দিল্লির লাল কেল্লায় জাতির উদ্দেশে ভাষণে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার এ বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার পত্রিকার।
আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল দেশের কাতার থেকে উন্নত দেশে উন্নীত হবে ভারত। তাই আত্মনির্ভরশীল জাতি হওয়ার জন্য বিদেশে তৈরি খেলনা শিশুরাও পরিহার করছে।
মোদি আরও জানান, বড় সংকল্প নিয়ে এগিয়ে গেলেই স্বপ্নপূরণ হবে। তিনি বলেন, আমাদের পাঁচটি সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। প্রথম সংকল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সংকল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প ঐক্যবদ্ধ থাকা এবং পঞ্চম ও সর্বশেষ সংকল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।