
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০১:৩১ এএম
আরো পড়ুন
পেলোসির বিদায়ের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চালাবে চীন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত
পেলোসির বিদায়ের পর ক্ষুব্ধ চীন তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চালাবে বলে বার্তা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তাইপে পৌঁছনোর ১৬ মিনিটের মাথায় এ বার্তা দেয়া হয়।
বার্তায় চীনের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ানের চারপাশের জলসীমায় বড় পরিসরে সামরিক মহড়া চালানো হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিমান ও নৌ মহড়া চলবে তিনদিন। খবর এনডিটিভির।
এ সময় সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ ও বিমান প্রবেশ না করার নির্দেশ দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। চীনের এমন পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে তাইপে কর্তৃপক্ষ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
পেলোসির বিদায়ের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চালাবে চীন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত
পেলোসির বিদায়ের পর ক্ষুব্ধ চীন তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চালাবে বলে বার্তা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তাইপে পৌঁছনোর ১৬ মিনিটের মাথায় এ বার্তা দেয়া হয়।
বার্তায় চীনের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ানের চারপাশের জলসীমায় বড় পরিসরে সামরিক মহড়া চালানো হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিমান ও নৌ মহড়া চলবে তিনদিন। খবর এনডিটিভির।
এ সময় সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ ও বিমান প্রবেশ না করার নির্দেশ দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। চীনের এমন পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে তাইপে কর্তৃপক্ষ।