বিমানের ফ্লাইটে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি, লন্ডনে আটক ৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২২, ১১:৪৬ পিএম

রবিবার লন্ডনগামী একটি বিমানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করে সাতজন যাত্রী। ছবি: সংগৃহীত

রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লন্ডনগামী বিমানে হাতাহাতির ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে সাতজন যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল রবিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে।
[caption id="attachment_351735" align="aligncenter" width="700"]
ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী গালিগালাজ করছেন। সেই সঙ্গে দুজন নারী যাত্রীর সঙ্গে হাতাহাতিও করছেন।
তিনি বলেন, আমরা যতদূর জেনেছি, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। এরপর ওই হাতাহাতির ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক যে বিমানের কয়েকজন যাত্রী মিলে এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।
তবে ওই সাতজন যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।