মারিউপোলের কেন্দ্রে রুশ সেনা, চলছে গোলাবর্ষণ: মেয়র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১০:৩৪ এএম

ইউক্রেন সংকট
ইউক্রেনের মারিউপোলের কেন্দ্রে লড়াই পৌঁছে গেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র ভাদিম বইশেঙ্কো। তিনি বলেন, এর মধ্য দিয়ে রুশ সেনারা শহরটির কেন্দ্রস্থলে পৌঁছেছে। আজ শনিবার (১৯ মার্চ) মারিউপোলের মেয়র এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি।
মারিউপোলের মেয়র বলেন, আজ শনিবার তুমুল লড়াই হবে। ট্যাংক ও মেশিনগানের গোলাগুলি চলছে। স্থানীয়রা বাঙ্কারে লুকিয়ে আছে।
রুশ সেনাদের হামলায় ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ৩০ শতাংশই পুনরুদ্ধারের অবস্থায় নেই। এর আগে রাশিয়ার ধারবাহিক হামলা পর্যবেক্ষণ করে একটি মার্কিন থিংক ট্যাংক অনুমান করেছিলো যে মারিয়াপোলের পতন আসন্ন। তারা বলেছিলো, শহরটিকে আত্মসমর্পণ বা চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে।