×

আন্তর্জাতিক

কংগ্রেসের নেতৃত্ব ত্যাগ করছেন সোনিয়া রাহুল প্রিয়াংকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২২, ১১:২৩ পিএম

কংগ্রেসের নেতৃত্ব ত্যাগ করছেন সোনিয়া রাহুল প্রিয়াংকা!

ছবি: সংগৃহীত

   

সদ্য সমাপ্ত হওয়া ভারতের বিধানসভা নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধীকে নিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। শনিবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের কার্যকরী সমিতির (সিডব্লুসি) বৈঠক হতে যাচ্ছে রবিবার। ওই বৈঠকে তারা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মনিপুরের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। পাঞ্জাবের আসনও হাতছাড়া হয়ে যায় কংগ্রেসের।

উত্তরপ্রদেশেও শূন্য হাতে ফিরতে হয়েছে প্রিয়াংকা গান্ধী। গোয়াতেও সরকার গড়ার ধারেকাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরই গান্ধী পরিবারের পদত্যাগের দাবি জানিয়েছিলেন কংগ্রেসের নেতারা। চাপ বাড়ছিল শীর্ষ নেতৃত্বের উপর। এই পরিস্থিতিতে তারা পদত্যাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর থেকে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সোনিয়া গান্ধী। এছাড়া প্রিয়াংকা গান্ধীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App