ইউক্রেনের চার শহরের দখল নিল রুশ সেনারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২২ পিএম

যুদ্ধ। ছবি: সংগৃহীত
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটির চারটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। এর মধ্যে রবিবার (২৭ ফেব্রুয়ারি) নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক এই তিন শহর দখল করে রুশ সৈন্যরা।
এর আগে সেনা অভিযান শুরুর তৃতীয় দিন গত শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা।
এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে তারা। দেশটির সেনাবাহিনীর সঙ্গে এ শহরে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। রাজধানী কিয়েভেও লড়াই চলছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সেনা অভিযান শুরু হয়।
মেলিটপোল মাঝারি আকারের শহর। ইউক্রেনের অন্যতম প্রধান বন্দর মারিওপোলের কাছেই এর অবস্থান। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুশ সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়াই মেলিটপোল শহরে ঢোকে।
রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ছোট শহর নোভা কাখোভকা দখলে নিয়েছেন রুশ সেনারা। কৌশলগতভাবে শহরটি খুব গুরুত্বপূর্ণ।
নোভা কাখোভকায় রুশ সৈন্যদের ঢুকে পড়ার বিষয়টি নিশ্চিত করে ওই শহরের মেয়র ভলোদিমির কোভালেঙ্কো। তিনি বলেন, রুশ সেনারা শহরের নির্বাহী কমিটির দখল নিয়েছে। সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে দিয়েছে।
এদিকে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।