সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা, বাংলাদেশিসহ আহত ১২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ পিএম

বৃহস্পতিবার সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলার চেষ্টা করে হুথি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত
সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষয়ক্ষতির আগেই সতর্ক হয়ে যায় দেশটির নিরাপত্তা বাহিনী। হুথি বিদ্রোহীদের বিস্ফোরক-বোঝাই ড্রোন ধ্বংস করে দিয়েছে তারা। এসময় ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক।
সৌদি জোট জানিয়েছে, সৌদির আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছাকাছি আভা বিমানবন্দরে একটি বিস্ফোরকবোঝাই ড্রোন ধ্বংস করেছে । এ সময় বিমানবন্দরের আশেপাশে ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন বিভিন্ন দেশের যাত্রী ও শ্রমিকরা।
এক টুইটে এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য তারা একটি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে ও নাগরিকদের এই ধরনের অঞ্চল থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।
রিয়াদ কর্তৃপক্ষ বলেছে, হুথি বিদ্রোহীদের এ হামলার জবাব দেবে তারা।