হাসপাতালে পুনরায় ভর্তি মাহাথির মোহাম্মদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে অসুস্থ অবস্থায় পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
৯৬ বছর বয়সী মাহাথির অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে দেশটির সাংবাদিকরা ভিড় করছেন। মাহাথিরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার ডেইলির।
ড. মাহাথির মোহাম্মদের কমিউনিকেশন টিম শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি।
মাহাথিরকে দেখতে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের গাড়ি বিকেল ৫ টা ৩৫ মিনিট নাগাদ ওই হাসপাতাল প্রাঙ্গণে ঢুকেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, এ নিয়ে টানা তৃতীয়বার তাকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো।