×

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে পাঁচ শক্তিধর দেশের শপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১২:৪৮ পিএম

পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে পাঁচ শক্তিধর দেশের শপথ

পরমাণু অস্ত্র। ছবি: সংগৃহীত

   
শক্তিশালী ৫টি দেশ ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা পরমাণু অস্ত্র এবং পরমাণু যুদ্ধের বিরুদ্ধে যৌথ বিবৃতি পেশ করে এক শপথ গ্রহণ করেছে। খবর ডয়চে ভেলের। সোমবার (৩ জানুয়ারি) পাঁচ দেশ যৌথ বিবৃতিতে বলেছে, পৃথিবীতে যা কিছুই ঘটে যাক পরমাণু যুদ্ধ আর নয়। কারণ পরমাণু যুদ্ধের মাধ্যমে কোনো দেশের পক্ষেই জয় লাভ সম্ভব নয়, বরং তা পৃথিবীকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। বিশেষজ্ঞদের বক্তব্য, পাঁচ দেশের এমন যৌথ বিবৃতি নিঃসন্দেহে উল্লেখ করার মতো বিরল ঘটনা। এ মাসেই পরমাণু অস্ত্র সম্পর্কিত এক বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের যোগ দেওয়ার কথা ছিল। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সেই বৈঠক হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ সোমবার এই বিবৃতি প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে। চীনও এই যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে। বিবৃতি প্রকাশের পর চীনের সরকারি সংবাদমাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর ফলে বিভিন্ন দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা খানিকটা হলেও কমবে। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তা নিশ্চিত করতে হবে। যাদের হাতে এই অস্ত্র আছে, তারা কখনো এই অস্ত্র ব্যবহার করবে না। পরমাণু শক্তির প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর আগে পরমাণু সংক্রান্ত এক চুক্তি হয়েছিল ১৯৭০ সালে। ১৯৬৮ সালে তার খসড়া তৈরি করা হয়। সেই চুক্তিতে বিশ্বের ১৯১টি দেশ সই করে। অবশ্য উত্তর কোরিয়া পরে সেই চুক্তি থেকে সরে যায়। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা পরমাণু অস্ত্র তৈরি করে ঐ চুক্তির মধ্যে ঢোকে এবং নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App