কাবুলে তিন হাজার লিটার মদ খালে ঢাললো তালেবান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০১:১৩ পিএম

আফগানিস্তানের কাবুলে একটি খালে মদ ঢালছে তালেবান গোয়েন্দারা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি খালে তিন হাজার লিটার মদ ঢালল তালেবানরা। রবিবার (২ জানুয়ারি) দেশটির গোয়েন্দা এজেন্টদের একটি টিম এ কাজ করে বলে জানিয়েছে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই)।
ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কট্টরপন্থা অবলম্বনের মধ্যে এমন ঘটনার জন্ম দিয়েছে তালেবান। সম্প্রতি মদ বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করে তারা। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
জিডিআই যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ব্যারেলের পর ব্যারেল অ্যালকোহল খালের পানিতে ঢেলে দিচ্ছে তালেবান গোয়েন্দারা। রবিবার টুইটারে পোস্ট করা ভিডিওতে একজন ধর্মীয় নেতার বক্তব্য রয়েছে। সেখানে তিনি বলেন, মুসলিমদেরকে অ্যালকোহল তৈরি এবং বিতরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
তবে কবে ওই ঘেরাও অভিযান চালানো হয় এবং প্রকৃতপক্ষে কবে তা নষ্ট করা হয় এ বিষয়ে কোনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, অপারেশনের তিনজন ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে পশ্চিমা সমর্থিত সরকারের অধীনেই অ্যালকোহল বিক্রি এবং পান করা ছিল নিষিদ্ধ। কিন্তু তালেবানরা ক্ষমতায় এসে এর ঘোর বিরোধিতায় শুরু করেছে।