হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা তিন শতাধিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
হংকংয়ের কজওয়ে বে’তে অবস্থিত ৩৮ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লেগেছে। এতে ভবনটির ছাদে তিন শতাধিক মানুষ আটকা পড়েছেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ভবনটির বৈদ্যুতিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ও শপিং সেন্টার রয়েছে। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসি, সাউথ-চায়না মর্নিং পোস্ট ও আল জাজিরার।
এর আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করেন। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে।
অগ্নিকাণ্ডে তিন শতাধিক মানুষ ভবনটির ছাদে আটকা পড়েছেন। এর মধ্যে ৬০ বছর বয়স্ক এক নারীসহ অন্তত ১২ জন ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের সমস্যায় পড়েছেন। তাদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবনটির ছাদে অন্তত ৩৫০ মানুষ আটকা পড়েছেন। এছাড়া ভবনটির পঞ্চম তলায় আরও ১০০ মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। দেশটিতে আগুনের ভয়াবহতার ওপর এক থেকে পাঁচ পর্যন্ত গ্রেডিং করা হয়। এ অগ্নিকাণ্ডকে তিন গ্রেডের আগুন বলা হয়েছে।