আরো ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বহনকারী আরেকটি বিমান শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় পাঞ্জাবের অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
রবিবার আরো একটি ফ্লাইট ভারতে আসবে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে এভাবে দুটি করে ফ্লাইট চলবে যতদিন পর্যন্ত একজন অবৈধ ভারতীয় অভিবাসীও যুক্তরাষ্ট্রে থাকবে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্রথম ফ্লাইটে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল। সেই ফ্লাইটটি মার্কিন সামরিক বাহিনীর ছিল এবং অভিবাসীদের হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেশে ফেরানো হয়। সাধারণত এমনটি দাগী অপরাধীদের ক্ষেত্রে করা হয়ে থাকে। এই ঘটনায় ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিরোধী দলীয় নেতা পি চিদাম্বরম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, আজকের ফ্লাইটটি ভারতের কূটনীতির জন্য একটি পরীক্ষা। আমরা দেখতে চাই, এবারো কি আমাদের দেশের নাগরিকদের হাত-পা শিকলে বাঁধা হয় কি না।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর নীতি ঘোষণা করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ধরপাকড় শুরু হয়। ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসীদের একইভাবে ফেরত পাঠানো হচ্ছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক থাকলেও ভারতীয় নাগরিকদের প্রতি এমন আচরণ সকলকে অবাক করেছে।