×

ভারত

মোদিকে পেয়ে ‘আলিঙ্গন’ ফরাসি প্রেসিডেন্টের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ পিএম

মোদিকে পেয়ে ‘আলিঙ্গন’ ফরাসি প্রেসিডেন্টের

প্যারিসে ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

   

ফ্রান্স সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্যারিসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্স গিয়েছেন তিনি। 

সেই সম্মেলনের আগে নৈশভোজে যোগ দেন মোদি। এ সময় মোদিকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মোদি সমাজমাধ্যমে লেখেন, ‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’

প্যারিসে নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। এআই নিয়ে সম্মেলন উপলক্ষে তিনিও প্যারিসে গিয়েছেন। ট্রাম্পের ডেপুটি ভান্সের সঙ্গেও কথা হয় মোদির। 

ম্যাক্রোঁ এবং ভান্সের সঙ্গে কথোপকথনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দু’দিনের ফ্রান্স সফর শেষ করে বুধবারই আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মোদি।

আরো পড়ুন : ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন মোদি

দু’দিনের যুক্তরাষ্ট্র সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করার পর এটিই দু’জনের প্রথম বৈঠক হতে চলেছে।

ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে গিয়েছেন মোদি। মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনটি হবে ফ্রান্সে। ২০২৩ সালে এই সম্মেলন শুরু হয় ব্রিটেনে।

২০২৪ সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায়। এবার আয়োজিত হচ্ছে ফ্রান্সে। সেই সম্মেলনেই থাকবেন মোদি। এই সম্মেলনের মূল লক্ষ্যই হলো এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।

এআই সম্মেলন ছাড়াও ফ্রান্স সফরে বেশ কয়েকটি উচ্চস্তরের দ্বিপক্ষীয় বৈঠকও সারবেন মোদি। এছাড়াও ম্যাক্রোঁর সঙ্গেও একান্ত বৈঠক করার কথা আছে তার। 

ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য, প্রযুক্তিগত অংশীদারি বৃদ্ধির ক্ষেত্রে কী কী করণীয়, তা নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। 

বুধবার মোদি এবং ম্যাক্রোঁ- দু’জনে মার্সেইতে মাজারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App